Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভূজপুর কাজীবাড়ি
স্থান

ভূজপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের কাজী বাড়ী।

কিভাবে যাওয়া যায়
কাজিরহাট বাজার থেকে দক্ষিনে 1.5 কিলোমিটার দূরে আজিমপুর গ্রামে অবস্থিত। নাজিরহাট-সুয়াবিল-কাজিরহাট (গহিরা হেঁয়াকো সেক্টর-1) সড়কের পশ্চিম পাশে।


যোগাযোগ

0

বিস্তারিত

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার তিনশত বছর আগের প্রাচীন নিদর্শন জমিদার বাড়ি ও ফাঁসির ঘর অরক্ষিত অবস্থায় আছে। প্রায় তিনশত বছর আগে কাজী সিহাব উদ্দিন নামক এক জমিদার শাসন করতো বর্তমানে ফটিকছড়ির উপজেলা এলাকাটি। এরই ধারাবাহিকতায় ভূজপুরে কাজী বাড়িতে গড়ে উঠেছিলো প্রাসাদ, বিচারকাজের জন্য আদালতসহ সবকিছু। জমিদারের প্রতি সম্মানস্বরূপ ব্রিটিশরা এ স্থানে বছরে ৭ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার রেওয়াজ প্রচলন করে।
ফটিকছড়ির বর্তমান আদালতের কার্যক্রম আগে এখানেই চলতো।
 তিনশত বছর আগের এই জমিদার ভবন ও ফাঁসির ঘরটি অনেক তাৎপর্যপূর্ণ। প্রত্নতাত্ত্বিক বিভাগ এখানে খনন করলে অনেক মূল্যবান পুরাকীর্তি পাওয়া যেতে পারে।  পর্যটকরা বলেন, এখানে এত সুন্দর একটা স্থাপনা আছে সেটা আমরা জানতাম না।
 ফাঁসির ঘরটি গাছগাছালিতে ভরা। একসময় এখানে জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন।সরকারিভাবে সংরক্ষণ করলে ঐতিহাসিক স্থাপনাটি কালের সাক্ষী হিসেবে টিকে থাকবে আর বর্তমান প্রজন্মও ইতিহাস জানতে পারবে।