ভূজপুর ইউনিয়নের আমতলী গ্রামের কৈয়া ছড়া ডলু চা বাগান সংলগ্ন হালদা নদীতে স্থিত।
ফটিকছড়ি উপজেলা সদর থেকে কাজিরহাট বাজার। সেখান থেকে কাজিরহাট গাড়ীটানা সড়কের ২.০০ কি.মি. গেলে হালদা নদী। নদীর নতুন ব্রীজের দক্ষিণ পার্শ্বে কৈয়া ছড়া ডলু চা বাগানের সীমানা ঘেষে রাবার ড্যাম পানিতে স্থিত আছে।
0
২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত রাবার ড্যাম উদ্ধোধন করেন। এলাকায় ব্যাপক ফসলি জমিতে বোরো ধান চাষাবাদের পরিকল্পনার অংশ হিসাবে উক্ত রাবার ড্যাম স্থাপন করা হয়। সরকারের ধারাবাহিক উন্নয়নের ফসল বলা যেতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস