Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাগত। এই অফিসটির অবস্থান ভুজপূর ইউনিয়নের কাজিরহাট বাজার সংলগ্ন । এই সেবা কেন্দ্রটি ভূজপুর ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু। অফিস ভবনটি দ্বিতল। উক্ত ভবনে নিয়মিত চিকিৎসকগন অবস্থান করে নিয়মিত জনসাধারনকে সেবা প্রদান করে থাকেণ। সেবা নিন ভাল থাকুন।

মোট দুইটি বিভাগে বিভক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তমধ্যে স্বাস্থ্য বিভাগে রোগীদের  চিকিৎসা, শিশুদের টিকাদান কর্মসুচীর মত কাজ করে থাকে। একজন এমবিবিএস ডাক্তার ও একজন সহকারী ডাক্তার রোগীদের বিনা ফি-তে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। 

 

পরিবার কল্যাণ বিভাগে জন্মহার রোধকল্পে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ঔষধ  দেওয়া হয়। এছাড়া স্থায়ী অস্থাায়ী পদ্ধতিতে ইনজেকশন, অপারেশন দ্বারা জন্ম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে।

 

এলাকার জনসাধারণের যক্ষা রোগ নিয়ন্ত্রণে জন্য  স্বাস্থ্য কেন্দ্রে ১টি কফ পরীক্ষার ল্যাব রয়েছ। একজন ল্যাব টেকনালশিষ্ট সার্বক্ষনিক  বিনামুল্য কফ পরীক্ষা করেন এবং ঔষধ প্রদান করা হয়।  যক্ষায় আক্রান্ত জটিল রোগীদের উপজেলা হাসপাতালে  প্রেরণ করা হয়। 

 

সেবা নিন সুস্থ থাকুন।