বর্তমানে ভূজপুরের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। হেঁয়াকো গহিরা সড়ক (সেক্টর-২) দিয়ে ফটিকছড়ি উপজেলা সদর থেকে ১০ কি মি উত্তরে যেকোন গাড়ীতে যাতায়াত করা যায়। এছাড়াও হাটহাজারি উপজেলা (হেয়াঁকো গাহিরা সড়ক সেক্টর-১) থেকে নাজিরহাট-সুয়াবিল-হারুয়ালছড়ি সড়ক দিয়ে যাতায়াত সুবিধা রয়েছে। নবনির্মিত মানিকছড়ির গাড়িটানা-কাজিরহাট সড়ক দিয়ে পূর্বদিক থেকে সরাসরি ভূজপুরে আসা যায়। একই ভাবে উত্তর দিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বারইয়ারহাট থেকে হেঁয়াকো হয়ে ভুজপুরে আসা যায়। ভুজপুর ইউনিয়নের পশ্চিমে মীরস্বরাই, পূর্বে মানিকছড়ি, উত্তরে নারায়নহাট, দক্ষিণে হারুয়ালছড়ি ও পাইন্দং এলাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস