Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৈয়াছড়া ডলু চা-বাগান (ব্র‌্যাক চা-বাগান)

উৎপাদন প্রযুক্তি মাধ্যমে চা বোর্ড কর্তৃক সর্বোচ্চ দামী চা বাগান হিসাবে এই বাগানের সুনাম রয়েছে।   এটি ভূজপুর কাজিরহাট বাজার থেকে পূর্বে  ২ কি: মি: পূর্বে এবং  ভূজপুর রবার ড্যামের পূর্ব পাশ থেকে এই বাগানের শুরু। এখান থেকে পূর্বে গাড়ি টানা ও উত্তরে যোগ্যারছোলা ও দক্ষিনে ডলু আড়ালিয়া, পাইন্দং গ্রাম পর্যন্ত এর বিস্তার। আয়াতন ১৭০০ একর। পূর্বের মালিকানা হস্তান্তরিত হয়ে বর্তমানে এই বাগানটি পরিচালনা করছে দেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠান ব্র‌্যাক।